কলকাতা, ৩০ ডিসেম্বর: ১৯৪৩ সালের আজকের দিনেই পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। সেই ঐতিহাসিক ঘটনার ৭৭ বছর পূর্তি উপলক্ষে টুইটারে নেতাজি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের দেশের মহান পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি তাঁর নেতৃত্বের মধ্যে দিয়ে আমাদের অনবরত অনুপ্রেরণা দিয়ে চলেছেন।” উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শুরুতে ছিল ওলন্দাজদের শাসনাধীনে। পরে তা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দখল নেয় জাপানের সামরিক বাহিনী। ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এখানে রাজ করেছে জাপানি সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের মিত্রশক্তি ছিলেন সুভাষচন্দ্র বসু। আরও পড়ুন- Coronavirus Cases In India: ভারতে ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন, মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮৫৩ জন
এমনিতে ভারত মহাসাগরে দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবরের চারদিকে রয়েছে ভারতীয় ভূখণ্ড, মায়ানমার এবং ইন্দোনেশিয়া। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরেই ভারতের মাটি দখল নেওয়ার পরিকল্পনা শুরু করেছেন সুভাষচন্দ্র। ১৯৪৩ সালের আগস্ট মাসের একদিন নেতাজি ঘোষণা করেছিলেন, বছর শেষের আগেই ভারতের মাটিতে পদার্পণ করবে আজাদ হিন্দ বাহিনী। ওই বছর অক্টোবরে সিঙ্গাপুরে ৫০ জন ভারতীয়র উপস্থিততে ফের আজাদ হিন্দু বাহিনীর ভারতে প্রবেশের কথা মনে করিয়ে দেন। ৪৩ সালের একেবারে শেষলগ্নে ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে পোর্ট ব্লেয়ারে পৌঁছান নেতাজি। এই সফর সূচির মধ্যেই তংকালীন জিমখানা গ্রাউন্ডে যার বর্তমান নাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বাংলার বীর সন্তান। পতাকা উত্তোলনের সময় তাঁর কণ্ঠে ছিল জাতীয় সংগীত। এই সময়ই তিনি আন্দামানের নামকরণ করেছিলেন শহিদ দ্বীপ ও নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ।