Coronavirus Cases In India: ভারতে ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন, মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮৫৩ জন
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর: ২০ হাজার ৫৫০ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮৫৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৮৬ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লাখ ৬২ হাজার ২৭২ টি। অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লাখ ৩৪ হাজার ১৪১ জন। এবং গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৫৭২ জন। এতদিনে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৮ হাজার ৪৩৯ জন। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৫.৮৩ শতাংশ। এবং মৃ্ত্যুর হার ১.৪৫ শতাংশ।

এদিকে আইসিএমআর জানিয়েছে দেশে এখনও পর্যন্ত  ১৭ কোটি ৯ লাক ২২ হাজার ৩০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু মঙ্গলবারই ১১ লাখ ২০ হাজার ২৮১টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৯ লাখ ২৫ হাজার ৬৬ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। মঙ্গলবার সেখানে নতুন কের আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। গতকাল সারাদিনে মহারাষ্ট্রে মারণ রোগে মৃত ৬৯ জন। সবমিলে ওই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৩৭৩ জনের। কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট এবং রাজস্থান থেকেই দৈনিক সংক্রমণের ৭০ শতাংশের হদিশ মিলছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইংল্যান্ড ফেরত ২০ জন ভারতীয়র শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। আরও পড়ুন-Soumendu Adhikeri: শুভেন্দুর কটাক্ষের জের, কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে অপসারিত সৌম্যেন্দু অধিকারী

তথ্য বলছে ভাইরাসের এই নতুন প্রজাতি পুরোনোটির তুলনায় ৭০ গুণ বেশি সংক্রামিত। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৮১.৯ মিলিয়ন ছাড়িয়ে গেল। বুধবার সকাল পর্যন্ত জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৬১৪ জন। বিশ্বে করোনার মৃত্যু মিছিলে শামিল ১৭ লাখ ৮৮ হাজার ৭৩১ জন। মার্কিন মুলুকে মারণ রোগের শিকার ১ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৭০৬ জন। সেখানে করোনার বলি ৩ লাখ ৩৮ হাজার ৫৪৪ জন।