
দিল্লি, ১ এপ্রিল: স্ত্রীর (Wife) গলা চিরে, হাতের কবজি কেটে হত্যা করল স্বামী (Husband)। স্ত্রীর হত্যার পর তাঁর দেহ টানা ৩ দিন ধরে বাড়ির ভিতরে খাটে শুইয়ে রাখে স্বামী। মীরাটের পর এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নাই কী মান্ডি থানা এলাকায় এমনই একটি নৃশংস ঘটনা ঘটে যায়। যা দেখে এবং শুনে আঁতকে ওঠে পুলিশ। রিপোর্টে প্রকাশ নাই কী মান্ডির বাসিন্দা শক্তির সঙ্গে বিয়ে হয় পার্বতী নামে এক মহিলার। ৩ বছর আগে শক্তি এবং পার্বতীর বিয়ে হয়।
বিয়ের ৩ বছেরর মধ্যে স্বামী, স্ত্রীর মাঝে বিবাদ শুরু হলে চরম পদক্ষেপ করে শক্তি নামে ওই ব্যক্তি। গলা চিরে, হাতের কবজি কেটে দিয়য়ে স্ত্রী পার্বতীকে হত্যা করে শক্তি। পার্বতীর মৃত্যুর পর তাঁর দেহ ঘরেই রাখে শক্তি ৩ দিন ধরে। আশপাশের লোকজন ঘুণাক্ষরেও তা টের পাননি। এরপর পার্বতীর বোন শক্তির বাড়িতে এলে, তিনি দিদির দেহ খাটে পড়ে রয়েছে বলে দেখতে পান। পার্বতীর বোন এরপর থানায় খবর দিলে পুলিশ হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে শক্তি স্ত্রী পার্বতীকে খুন করে, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে জোর কদমে। তবে এই খবর লেখা পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৈরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি। প্রেমিক সাহিল শুক্লকে সঙ্গে নিয়ে মুসকান খুন করে তার স্বামীকে। খুনের পর সৌরভের দেহ টুকরো করে তা প্লাস্টিকের ড্রামে ভরে মুসকান এবং সাহিল। এরপর সেই ড্রামের মুখে সিমেন্ট পেস্ট করে দেয় দুই খুনি।
যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়।