Mamata Banerjee Invites 'Anti-BJP' Leaders: দেশের বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে মমতা ব্যানার্জির আগামী মাসে সভার আয়োজন, কলকাতায় আসতে পারেন শরদ পাওয়ার
মমতা ব্যানার্জি এবং শরদ পাওয়ার (Picture Credits: PTI)

কলকাতা, ২১ ডিসেম্বর: রবিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন আইপিএস কর্মকর্তার বদলির বিষয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে তৃণমূলকে সমর্থন করার জন্য চার রাজ্য এবং ডিএমকে সভাপতি এমকে স্তালিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বলেন, "পুলিশ আধিকারিকদের স্থানান্তর করে রাজ্য সরকারের কার্যক্রমে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার। ভূপেশ বাঘেল, অরবিন্দ কেজরিওয়াল, ক্যাপ্টেন অমরিন্দর, অশোক গেহলট এবং এমকে স্টালিনের ফেডারেলিজমের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ!"

জল্পনা চলছে যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সারা দেশ থেকে "বিজেপি বিরোধী" নেতাদের এবং দলকে একত্রিত করার এবং আগামী মাসে কলকাতায় তার নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে। খবরে বলা হয়েছে, তিনি এই সমাবেশের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্টালিন, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একই মঞ্চে আনার চেষ্টা করছেন। আরও পড়ুন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ

তৃণমূল কংগ্রেস জানিয়েছে, জানুয়ারি মাসে কলকাতায় আসার জন্য শরদ পাওয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে। শরদ পাওয়ার এই আমন্ত্রণটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। মমতা ব্যানার্জির সঙ্গে তিনি একসাথে সভা করতে পারেন। তবে সবার স্থল এবং সময় এখনও পর্যন্ত স্থির হয়নি। জাতীয় ইস্যুতে বারবার বিরোধিতা করতে সামনে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই মুহূর্তে বিজেপি বিরোধী দলগুলির মূল লক্ষ্য হলো বাংলাতে যাতে বিজেপি শাসন না হয়। এই লক্ষ্যে সমস্ত বিরোধীদল মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়তে চাইছেন। ফলে, অরবিন্দ কেজরিওয়াল অথবা শরদ পাওয়ারের সঙ্গে তার সৌহার্দ্য কিন্তু অস্বাভাবিক নয়।