Representational Image (Photo Credit: File Photo)

বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) খ্যাত এক ডান্সারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিজের বাড়ি থেকে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, তাঁকে আত্মহত্যার প্ররোচনা করেছিল তাঁ বন্ধুরাই। অভিযোগের তীর স্থানীয় যুবকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, নৃত্যশিল্পীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

বাড়িতে ফিরেই আত্মহত্যা করেন অদ্রিকা

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় ওই যুবকরা বন্ধুত্ব পাতানোর জন্য উত্তক্ত করছিল বছর ১৭-এর অদ্রিকা দাসকে। মঙ্গলবার সকালে বাধ্য হয়েই তাঁদের সঙ্গে সাতভাই কালীতলা এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফিরে এসে মা মৃদুলা দাসের সঙ্গে বেরোনোর কথা ছিল। যদিও ফিরতে দেরি হওয়ায় মাকে প্রতিবেশীর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে চলে যেতে বলেন। আর তার কিছুক্ষণ পরেই বাবা অমল দাসের কাছে অদ্রিকার এক বন্ধু ফোন করে মৃত্যুর খবর দেয়।

ঝুলন্ত দেহ উদ্ধার

এরপর পরিবারের বাকি সদস্যরা ঘরে ঢুকে দেখে যে ফ্যানের সঙ্গে ওড়না আটকে ঝুলে পড়েছেন অদ্রিকা। তড়িঘড়ি তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।