Netaji Subhash Chandra Bose (Photo Credit: Wikipedia)

Netaji Birth Anniversary: নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা। ভারতের স্বাধীনতার সংগ্রামের মহান যোদ্ধা নেতাজী সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) চলতি মাসে জন্মজয়ন্তী। প্রতি বছর ২৩ জানুয়ারি ভারতের অন্যতম বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী (Birth Anniversary) পালন হয়। দিনটি 'পরক্রম দিবস' বা সাহস দিবস হিসেবে পালিত হয়। এই বছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে জোট গঠনের জন্য ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেওয়া থেকে, আধুনিক ভারতীয় রাষ্ট্রের ভিত্তি স্থাপনকারী প্রধান ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর আহ্বানে গোটা দেশের মানুষ অনুপ্রেণীত হন।

সুভাষ চন্দ্র বসু ২৩ জানুয়ারি ১৮৯৭ সালে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর নবম সন্তান। সুভাষ চন্দ্র বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে বিএ পাশ করেন। ১৯২৩ সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির সভাপতি এবং বেঙ্গল স্টেট কংগ্রেসের সেক্রেটারি নির্বাচিত হন।