মহালয় থেকে দুর্গাপুজোর (Dugra Puja 2024) উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর শীতলা মন্দির, একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনী সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ সাংস্কৃতিক, সমাজ সেবি সংঘ, হিন্দুস্থান পার্ক, শিব মন্দির সার্বজনীন, মুদিয়ালি ক্লাব, বাদামতলা আশার সংঘ, ত্রিধারা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতায় বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে ফিতে কেটে উদ্বোধন সারেন তিনি। যে সমস্ত জায়গায় নিজে যেতে পারেননি সেখানে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিনের প্রতিবছর উদ্বোধন করেন মমতা। একডালিয়ার উদ্বোধনে গিয়ে স্তোত্র পাঠ করলেন তৃণমূল নেত্রী।
এদিকে দেবীপক্ষের শুরুতেই রাজ্যের জন্যে সুখবর দিয়েছে নয়া দিল্লি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার। দুর্গাপুজোর (Dugra Puja 2024) উদ্বোধনে গিয়েও সেই প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বললেন, 'বিশাল মোটা, দস্তার আকারে গবেষণা পত্র পাঠিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলাম। জানিয়েছিলাম, যদি তামিলনাড়ু, কেরল পায় তাহলে বাংলা কেন ধ্রুপদী স্বীকৃতি পাবে না। আমাদের গবেষণা পত্র কেন্দ্র অস্বীকার করতে পারেনি। দীর্ঘ দিন বঞ্চিত থাকলেও বাংলা তার সম্মান পেয়েছে। আমি খুশি'।
দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা...
It gave me immense happiness to inaugurate some of Kolkata’s most renowned Durga Pujos – Bhawanipore Sitala Mandir, Ekdalia Evergreen, Falguni Sangha, Singhi Park, Ballygunge Cultural, Samaj Sebi Sangha, Hindusthan Park, Shib Mandir Sarbajanin, Mudiali Club, Badamtala Ashar… pic.twitter.com/CSYaOImxkB
— Mamata Banerjee (@MamataOfficial) October 5, 2024
বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধনের ভিডিয়ো তুলে ধরে এক্স হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, 'আমাদের কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়। তার চেয়েও অনেক বেশি কিছু। এটি আমাদের পরিচয়, আমাদের শিল্প এবং আমাদের ঐতিহ্যের হৃদস্পন্দন।'
মমতার আরও সংযোজন, 'পুজো প্যান্ডেলগুলি সম্প্রদায়ের চেতনাকে প্রতিফলিত করে। যা জীবনের সকল স্তরের মানুষকে ঐশ্বরিক উদযাপন এবং একতার আনন্দকে আলিঙ্গন করতে একত্রিত করে।'