Photo Credit: Twitter@OneindiaBengali

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (WB panchayat poll results 2023) প্রকাশ হওয়ার পরেও হিংসা (Violence) দূর হয়নি পশ্চিমবঙ্গ থেকে। বরং অনেক জায়গায় তা আরও বেড়েছে বলে অভিযোগ। এই অবস্থায় বুধবার বিকেলে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর ডিআইজি (BSF DIG) চিঠি লিখলেন (writes) রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner)।

ওই চিঠিতে তিনি লিখেছেন, "পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের (declaration of panchayat poll results) পর থেকে কেন্দ্রীয় বাহিনীগুলো (Central forces) রাজ্য পুলিশের সঙ্গে একযোগে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা (West Bengal's law and order situation) বজায় রাখার বিষয়টি দেখবে।" আরও পড়ুন:  WB Panchayat Election Result 2023: মণিপুর যখন জ্বলছিল কোথায় ছিল তথ্য অনুসন্ধানকারী দল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর