কলকাতা, ১২ জুলাই: পঞ্চায়েত ভোটের গণনা শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে পৌঁছেছে বিজেপির তথ্য অনুসন্ধনকারী দল। বিজেপির তথ্য অনুসন্ধাকারী দল রাজ্যে আসতেই পালটা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, মণিপুর যখন জ্বলছিল, কোথায় ছিল তথ্য অনুসন্ধানকারী দল? NRC নিয়ে অসম যখন জ্বলে ওঠে, তখন কী করছিল তথ্য অনুসন্ধানকারী দল? ওই সব জায়গায় কটা দল এখনও পর্যন্ত গিয়েছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অথচ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৫৪টি দল এসেছে। বিজেপির উসকানিতে এইসব দল আসছে বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব কোনও তথ্য অনুসন্ধানকারী দল নয়, সব বিজেপির উসকানিতেই আসছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
West Bengal CM Mamata Banerjee says "Where was the fact-finding team when Manipur was burning? Where was this team when Assam was burning due to NRC? How many commissions visited these places? Within 2 years, close to 154 teams have visited West Bengal. These are BJP provocation… pic.twitter.com/FBMCeYiIcz
— ANI (@ANI) July 12, 2023
এসবের পাশাপাশি পঞ্চােত ভোটে মৃতদের নিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা পরিস্থিতির শিকার। পুলিশ যাতে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।