কলকাতা: আগামী ১৩ জুন পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat elections 2023) নিয়ে সর্বদল বৈঠকের (all-party meeting) ডাক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। শনিবার সন্ধ্যায় এই কথা প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ (BJP Vice President and MP Dilip Ghosh)।
West Bengal State Election Commission has called an all-party meeting on June 13 to discuss the Panchayat elections.
— ANI (@ANI) June 10, 2023
তিনি বলেন, "নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরেই পশ্চিমবঙ্গের পরিস্থিতির (West Bengal's situation) অবনতি হচ্ছে। তৃণমূলের (TMC) নেতাদের একজনের কাছ থেকে পিস্তল (pistol) উদ্ধার হচ্ছে (recovered)। এটা প্রমাণ করে যে তৃণমূল মরিয়া হয়ে (deliberately) রাজ্যে হিংসার (violence) পরিবেশ তৈরি করতে চাইছে। কেন্দ্রীয় বাহিনীর (central forces) ব্যবহার ছাড়া রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কোনও মতেই শান্তিপূর্ণ ভাবে (peacefully) হতে পারে না।" আরও পড়ুন: TMC Leader Arrested With Pistol: মুর্শিদাবাদের ডোমকলে পিস্তল-সহ ধৃত তৃণমূল নেতা
দেখুন ভিডিয়ো:
#WATCH | Right after the elections were announced, the situation in West Bengal deteriorated. A pistol was recovered from one of the leaders of TMC, this shows that TMC is deliberately trying to incite violence in the state. Without the use of central forces, the Panchayat… pic.twitter.com/UUEVZJPWGs
— ANI (@ANI) June 10, 2023