হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা। উত্তরপ্রদেশের  (Uttar Pradesh) হাপুর জেলায় ১৪'তম সন্তানের মা হলেন বছর পঞ্চাশের গুড়িয়া। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। মহিলার ২২ বছরের ছেলে জানান, তাঁর মা প্রসব যন্ত্রণা নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মাঝপথে যন্ত্রণা এতই তীব্রতর হয় যে রাস্তার পাশে অ্যাম্বুলেন্সে দাঁড় করিয়ে তাঁর মায়ের প্রসব করানো হয়। এরপর সদ্যজাত এবং মহিলা দুজনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। মহিলার ১৪'তম সন্তানের মা হওয়ার খবর নজর কেড়েছে নেটবাসীর। যদিও মহিলা জানান, সদ্যজাত কন্যাসন্তানকে নিয়ে তিনি ৯ সন্তানের মা। ৪টি ছেলে এবং ৫টি মেয়ে। তাঁর বাকি ৫ সন্তান মারা গিয়েছে।

১৪'তম সন্তানের মা হলেন পঞ্চাশের মহিলাঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)