লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস (ছবিঃX)

নয়াদিল্লিঃ দেশে ফের বড়সড় রেল দুর্ঘটনা। লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস(Bengaluru Kamakhya Express Derailed )। লাইনচ্যুত বেশ ট্রেনের পাঁচটি কামরা। লাইনচ্যুত বগির মধ্যে তিনটি জেনারেল কামড়া।রবি সকালে ওড়িশার কটকের দিঘি ক্যানেলের কাছে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি। পথে মাঙ্গুলি হল্টের কাছে দিঘি চ্যানলে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের পাঁচটি বগি। তবে ট্রেনের গতি ধীর থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে দুর্ঘটনার জেরে বিগত এক ঘণ্টা ধরে ওই শাখায় বন্ধ ট্রেন চলাচল।

ফের ওডিশায় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস

বেলা গড়ালেও এখনও পর্যন্ত ঘটোনাস্থলে এসে হাজির হয়নি উদ্ধারকারী ট্রেন। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে। আতঙ্কে ট্রেন থেকে নেমে রেললাইনের ধারেই অপেক্ষা করছেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন আচমকাই ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। থেমে যায় ট্রেনটি। হেলে পড়ে একাধিক কামরা। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। দরজা খুলে রেললাইনে ঝাঁপ দেন কেউ-কেউ।

দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস, লাইনচ্যুত ৫টি কামরা