নয়াদিল্লিঃ ফের আত্মঘাতী পড়ুয়া(NEET Aspirant)। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার(NEET Exam 2025) মাঝেই আত্মঘাতী হন ওই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের উরাপাক্কামে। মৃত পড়ুয়ার নাম দেবদর্শিনী। বয়স ২১। গত তিন বছর ধরে ক্রমাগত নিট পরীক্ষায় বসছে দেবদর্শিনী। কিন্তু ভাল ফলাফল হচ্ছে না। এই বছর চতুর্থবারের জন্য পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। পরীক্ষার আগে স্নায়ুচাপ সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। হগিয়েছে, বৃহস্পতিবার কোচিং থেকে ফিরে বাবার কাছে নিজের ব্যর্থতার কথা বলেছিলেন ওই পড়ূয়া। উল্লেখ্য, গত শুক্রবার তামিলনাড়ুতে ছিল নিট পরীক্ষা। বছরের পর বছর মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সাফল্য না আসায় মনে মনে ভেঙে পড়েছিলেন তিনি। নের কোণে জমা হয়েছিল উদ্বেগ। শুধু তাই নয়, বাবার আর্থিক অবস্থাও তাঁকে ভাবাচ্ছিল। এরপরই এই সিদ্ধান্ত নেন তিনি। দেবদর্শিনীর ঘর থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘর থেকে উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যে শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। পড়ুয়াদের মধ্য়ে আত্মহত্যার প্রবণতা নিয়ে ডিএমকে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা পালানিস্বামী। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, "শাসকের হাতেই লেগে রয়েছে পড়ুয়াদের রক্ত।"
Suicide Prevention and Mental Health Helpline Numbers:
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, নিট পরীক্ষার আগেই আত্মঘাতী পড়ুয়া
Tamil Nadu Shocker: 21-Year-Old NEET Aspirant Dies by Suicide After Hanging Herself Near Chennai in Urapakkamhttps://t.co/zX0izMsvZx#TamilNadu #NEETAspirant #Suicide
— LatestLY (@latestly) March 30, 2025