প্রতীকী ছবি (Photo Credit: Twitter@nypost)

নয়াদিল্লিঃ নাম করা আবাসনের বিলাসবহুল ফ্ল্যাটে(Flat) রমরমিয়ে চলছিল বেআইনি পর্নোগ্রাফি র‌্যাকেট()Porn Film Racket । ইডি (ED) দরজায় কড়া নাড়তেই পর্দা ফাঁস। গ্রেফফার পর্নোগ্রাফি চক্রের মাথারা। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১০৫-এ। । উজ্জ্বল কিশোর ও নীলু শ্রীবাস্তব নামে এক দম্পতি বিগত পাঁচ বছর ধরে ফ্ল্যাটের মধ্যেই এই চক্র চালাচ্ছিলেন। এই চক্রের বিস্তার ছিল বহু দূর। বিদেশের সঙ্গে চলত পর্নোগ্রাফি ব্যবসা। সূত্রের খবর, সাইপ্রাসের একটি কোম্পানির সঙ্গে চলত আর্থিক লেনদেন। খবর পেয়ে ওই দম্পতির ফ্ল্যাটে হানা দেয় ইডি। ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৫.৬৬ কোটি টাকা। এ ছাড়া ইডি আধিকারিকেরা দেখেন ফ্ল্যাটের একটি ঘরে চলছে পর্ন ভিডিয়ো রেকর্ডিং। ইতিমধ্যেই ওই ঘর থেকে তিন যুবতীকে উদ্ধার করে ইডি। তাঁদের বয়ান রেকর্ড করা হয়।

 নয়ডার ফ্ল্যাটে ইডি হানা, পর্নোগ্রাফি র‌্যাকেটের পর্দা ফাঁস

জানা গিয়েছে,ওই ঘরে লাইভ পর্ণ ভিডিয়ো শ্যুট করা হত। এবং তা এমন ওয়েবসাইটে ব্রডকাস্ট করা হত যেখানে যত নগ্নতা দেখানো হয় তত বেশি টাকা মেলে। ইডি সূত্রে খবর, মূলত দিল্লি-এনসিআরের উঠতি মডেলদেরই মোটা টাকা পারিশ্রমিকের টোপ দিয়ে এই কাজ করানো হত। অডিশনের নামে ডেকে তাঁদের পর্নোগ্রাফির ভিডিয়োতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত। ইডি সূত্রে আরও জানা গিয়েছে,ওই দম্পতি আগে রাশিয়ায় থাকতে। সেখানে এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পরে দেশে ফেরে নতুন করে এই চক্র খোলেন।

বিলাসবহুল ফ্ল্যাটের আড়ালে বেআইনি পর্নোগ্রাফি চক্র, ইডির জালে ধৃত দম্পতি