ডোমকল: সদ্য পঞ্চায়েত নির্বাচনের দিন (West Bengal Panchayat Elections 2023) ঘোষণা করেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তারপরই যেন রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা ও বন্দুকের সরবরাহ বেড়ে গেছে। বিষয়টি রুখতে তৎপর রয়েছে রাজ্য পুলিশ।
শনিবারই তার প্রমাণ পাওয়া গেল। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলে (Domkal) পিস্তল (pistol)-সহ গ্রেফতার (arrest) হল একজন তৃণমূল নেতা (TMC leader)। তার কাছ থেকে পিস্তল বাজেয়াপ্ত হতেই ওই তৃণমূল নেতাকে স্থানীয় পুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য টহলদারি চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন: Domjur Fire: ডোমজুড়ের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দেখুন ভয়াবহ ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal: A TMC leader was arrested in Murshidabad's Domkal after a pistol was recovered from him. The TMC leader has been taken to a nearby police station. pic.twitter.com/1iSs4t4Lxo
— ANI (@ANI) June 10, 2023