বালুরঘাট: ১৯৭৭ সাল থেকে বামেদের দখলে রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্র।(Balurghat Constituency) ছন্দপতন ঘটে ২০১৪ সালে। তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ (Arpita Ghosh)এতো বছরের বাম দুর্গে ভেঙে বিপুল ভোটে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষকে এবারও প্রার্থী করেছে শাসকদল।
বিধানসভা কেন্দ্র: ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল
বালুরঘাট উত্তরবঙ্গের এমন একটি জেলা যেখানে বাম শাসনের অনুন্নয়নই ছিল মূল ইস্যু। সেই ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসের এই জয়। এবারও সেই ধারা অব্যহত রাখতে মরিয়া শাসক দল।
অর্পিতা ঘোষ(তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৪,০৯,৬৪১
বিমলেন্দু সরকার(আরএসপি)—প্রাপ্ত ভোট ৩,০২,৬৭৭(RSP)
বিশ্বপ্রিয়া রায়চৌধুরী(বিজেপি)—প্রাপ্ত ভোট ২,২৩,০১৪(BJP)
ওম প্রকাশ মিশ্র(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৮০,৭১৫
২০১৯ সালের লোকসভা কেন্দ্রের প্রার্থী
অর্পিতা ঘোষ(তৃণমূল কংগ্রেস)
রণেন বর্মন(আরএসপি)
সুকান্ত মজুমদার(বিজেপি)
আবদুস সাদেক সরকার(কংগ্রেস)
মন্তব্য: বিজেপিকে রুখতে আগেই তৃণমূল নেত্রী ডাক দিয়েছেন ৪২–এ ৪২ চাই। সেই হিসেবে এবারও অর্পিতাকে এই কেন্দ্রে টিকিট দেওয়া। কিন্তু এই নিয়ে দলের অন্দরে অসন্তোষ রয়েছে। অর্পিতা সাংসদ হওয়ার পর থেকে এলাকায় যাননি বলে অভিযোগ বালুরঘাটের তৃণমূল জেলা সভাপতির। সেকারণে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। তবে দলনেত্রীর সিদ্ধান্ত যে তিনি অমান্য করবেন না সেকথা জানিয়েছিলে। এই আসন্তোষকে হাতিয়ার করতে পারে বিরোধীরা।
——