পেট খারাপ বা শরীরকে ঠাণ্ডা, কিংবা একাধিক রোগ নিরাময়ের জন্য ডাবের জলের (Coconut Water) বিকল্প আর কিছুই নেই। চিকিৎসকরাও এই জল পান করার পরামর্শ দেন। কিন্তু সম্প্রতি এই ডাবের জল পান করেই মৃত্যু হল এক ডেনমার্কের নাগরিকের। জানা যাচ্ছে, জল পান করার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এমনকী তাঁর মস্তিস্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। কয়েকঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু শুধুমাত্র ডাবের জল খেয়ে কেন মৃত্যু হল তাঁর? চিকিৎসকদের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
ডাবের জল খেয়ে মৃত্যু ব্যক্তি
জানা যাচ্ছে, সম্প্রতি ওই ব্যক্তি তাঁর স্ত্রীয়ের সঙ্গে বাইরে বেরিয়ে একটি দোকান থেকে ডাবের জল পান করেছিলেন। যদিও তিনি কিছুটা পান করেই বুঝতে পেরেছিলেন যে ডাবটি নষ্ট হয়ে গিয়েছে। কারণ জলটি টক হয়ে গিয়েছিল এবং দুর্গন্ধ বেরোচ্ছিল। এমনকী ডাবের ভেতরটিও নরম হয়ে গিয়েছিল বলে মনে করেন তিনি। তাই সেটি ফেলে দেয়। এরপর কয়েকঘন্টার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপসর্গ হিসেবে তাঁর বমি, পেটে ব্যাথা, তীব্র ঘাম এবং ত্বকের রং ফ্যাকাসে হয়ে যায়। তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ফ্রিজের মধ্যে ডাব মজুত রাখার পরামর্শ
এরমধ্যে তাঁর শারীরিক পরীক্ষাও হয়েছিল। মৃত্যুর পর সেই রিপোর্ট পাওয়ার পর দেখা গেল বিষাক্ত ডাবের জল পান করে মৃত্যু হয়েছে তাঁর। এমনকী এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে মস্তিস্কের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছিল মধ্যবয়স্ক ওই ব্যক্তির। আসলে অনেকসময় ডাব বিক্রেতারা দীর্ঘদিন ধরে সাধারণ তাপমাত্রায় ডাব মজুত করে রাখে। যার ফলে ভেতর থেকে সেটি খারাপ হয়ে যায়। তাঁদের পরামর্শ, এই ডাবগুলি ফ্রিজের মধ্যে বা ঠাণ্ডা ঘরে মজুত করে রাখতে হবে। তাহলেই সেগুলি নষ্ট হবে না।