Morning Aarti performed at Shri Aadya Katyayani Shaktipith on Maha Ashtami (Photo Credits: ANI)

শরৎকালে শ্রী রাম দেবী দুর্গাকে নিদ্রা থেকে জাগ্রত করেছিলেন রাবণবধের আশীর্বাদ প্রাপ্তির জন্য। যাকে মায়ের অকালবোধন বলা হয়। আদতে দুর্গা পূজার রেওয়াজ ছিল বসন্ত কালে। আরও নিখুঁত ভাবে বললে, চৈত্র মাসে। যা বাসন্তী দুর্গোৎসব নামে সুপরিচিত। এই সময়টি চৈত্র নবরাত্রি (Navratri 2025) নামে অভিহিত। এই নবরাত্রির সময়ে যাবতীয় রীতিনীতি মেনে দেবী দুর্গার পূজা করা হয়। ৩০ মার্চ থেকে শুরু হয়েছে চিত্র নবরাত্রি। যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। টানা ৯ দিন ধরে ঘটা করে দেবীর পুজো করা হয়। তবে নবরাত্রির অষ্টমী-নবমীর দিনটি খুবই বিশেষ। এই তিথিগুলিতে যজ্ঞ ও কন্যা পুজো করা হয়। এছাড়াও, রামনবমী (Ram Navami) নবমী তিথিতে পালিত হয়। এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল।

এই বছর চৈত্র নবরাত্রি ৯ দিনের পরিবর্তে ৮ দিনের। কারণ দ্বিতীয়া এবং তৃতীয়া একসঙ্গে পড়ায় নবরাত্রি উদযাপনের একটি দিন কমে গিয়েছে। আজ শনিবার, ৫ এপ্রিল, চৈত্র নবরাত্রির মহাঅষ্টমী (Navratri 2025 Maha Ashtami)। আগামীকাল রবিবার, ৬ এপ্রিল নবমী তিথি। এদিন রামনবমী উদযাপিত হবে।

নবরাত্রির মহাষ্টমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে দেবী দুর্গার মন্দিরে ভক্তের ভিড় উপচে পড়ছে। সাত সকাল থেকে শুরু হয়েছে মায়ের আরতি, পুজো। দেবী দর্শনে মন্দিরে মন্দিরে বাড়ছে ভক্ত সমাগম। দেখুন সেই চিত্রঃ

মহাঅষ্টমীতে নয়া দিল্লির ঝাণ্ডেওয়ালান মন্দিরে সকালের আরতিঃ

 

ছত্রপুরের শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরে সকালের আরতিঃ

 

প্রয়াগরাজের আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দিরে ভক্তের ঢলঃ

বলরামপুরের মা পাটেশ্বরী দেবী মন্দিরে প্রার্থনা করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথঃ

মহাঅষ্টমীতে জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ভক্ত সমাগমঃ

চৈত্রের অষ্টমীতে গুয়াহাটির কামাখ্যা দেবী মন্দিরে ভক্তদের আগমনঃ