নয়াদিল্লিঃ সম্প্রতি প্রায়ই শিরোনামে দিল্লি মেট্রো (Delhi Metro)। ভাইরাল (Viral) হচ্ছে দিল্লি (Delhi) মেট্রোর নানা ভিডিয়ো। এবারও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হল এমনই এক ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, দিল্লি মেট্রোতে বসে খোল কর্তাল নিয়ে ভজন গাইছেন একদল মহিল। এরপরই তাঁদের এসে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। ভিড় মেট্রোয় এই ধরনের কাজ করা যাবে না বলে জানানো হয় সিআইএসএফ জওয়ানদের তরফে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিয়ো।
ফের বিতর্কে দিল্লি মেট্রো, কামরায় শুরু ভজন
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভিড় মেট্রোর কামরায় কেউ বসে রয়েছেন সিটে, কারও জায়গা হয়েছে মাটিতে। একদল হয়ে গলা ছেড়ে ভজন গাইছেন তাঁরা। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন বেশকিছু সহযাত্রী। এক কথায় জমে উঠেছিল আসর। আওয়াজ শুনে মেট্রোর কামরায় এসে হাজির হন সিআইএসএফ জওয়ানররা। ওই মহিলাদের গান গাইতে বারণ করেন তাঁরা। এরপর কর্মরত সিআইএসএফ জওয়ানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন ওই মহিলা যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই গোটা ঘটনার ভিডিয়ো। যাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। কেউ-কেউ মহিলা যাত্রীদের ভজন গাওয়াকে সমর্থন জানিয়েছেন। কেউ আবার প্রকাশ্যে বিশেষ করে চলন্ত মেট্রোতে এই ধরনের আচরণের বিরোধিতা করেছেন।
মেট্রোর কামরায় ভজন, মহিলা যাত্রীদের বাধা দিল কেন্দ্রীয় বাহিনী, ভাইরাল ভিডিয়ো
दिल्ली: खचाखच भरी मेट्रो में भजन करने लगीं महिलाएं...CISF ने लगाई फटकार तो कान पकड़ मांगी माफी, देखें वीडियो#DelhiMetro #DMRC #ViralVideo #CISF pic.twitter.com/KCcFtfdytk
— AajTak (@aajtak) April 16, 2025