অভিনেত্রী মোনালিসা এবার এক নতুন ভিডিও পোস্ট করলেন সেখানে দেখা যাচ্ছে একটি পাটাতনের উপরে অসংখ্য পেরেক বিছানো রয়েছে। আর তারই উপর তিনি দাঁড়িয়ে শিবের আরাধনা করছেন।তিনি শাড়ি পড়ে হাতে প্রদীপ। ব্যাকগ্রাউন্ডে চলছে, বৃষ্টিলেখা নন্দিনীর শুভ নববর্ষের একটি বাংলা গান। সেই গানের সঙ্গে তিনি একটি শিব মন্দিরে শিবের আরাধনা করছেন ঝুমা বৌদি (Jhuma boudi) । এই ভিডিও মুহূর্তের মধ্যে নজর খেলেছে সবাই হতবাক হয়ে যান। কিভাবে এই ধারালো পেরেক এর উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন।একেবারে বাঙালি বধুর সাজে। এমনিতেই তো তিনি বিভিন্ন সময় হট লুকে পোজ দেন, ছবি পোস্ট করেন। কিন্তু এবার একেবারে অন্য সাজে অন্য ভূমিকায়। তবে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আশপাশে বেশ কিছু মানুষজন রয়েছে তার সহযোগী হিসাবে। এই শুটিংটা করার জন্য তারা রয়েছেন। একটি লাইট  স্ট্যান্ড এর কিছুটা অংশ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি কোন ভিডিও শুট করছেন। হতে পারে কোন ওয়েব সিরিজ।

মোনালিসা (Monalisa) কোনও ছবি বা নাচের রিল বা ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তার রূপ দেখে চোখ সরাতে পারে না ফলোয়াররা। মোনালিসা ছবি, রিল বা ভিডিও পোস্ট করলেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা।