গুরুগ্রাম, ১৬ এপ্রিলঃ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যৌন নির্যাতনের (Sexually Assault) শিকার হলেন বিমানসেবিকা। গুরুগ্রামের (Gurugram) এক বেসরাকারি হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বছর ৪৬-এর বিমানসেবিকা। ইতিমধ্যেই অভিযুক্ত হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বিমান সংস্থার পক্ষ থেকে একটি প্রশিক্ষণের জন্য গুরুগ্রামে এসেছিলেন নির্যাতিতা বিমানসেবিকা। যে হোটেলে তিনি ওঠেন সেখানকার সুইমিং পুলে পড়ে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অসুস্থ হয়ে পড়েন বিমানসেবিকা। জরুরি চিকিৎসার জন্য তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁর স্বামী সদর এলাকার অন্য একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীকে স্থানান্তরিত করেন। সেখানেই বিমানসেবিকাকে ভেন্টিলেটরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, ভেন্টিলেটরে তাঁর অচেতন অবস্থার সুযোগ নিয়ে হাসপাতালের কয়েকজন কর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন।
১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান বিমানসেবিকা। বাড়ি ফিরে স্বামীকে সবটা জানান তিনি। এরপরেই তাঁরা পুলিশের দারস্ত হন। পুলিশকে জানান, ভেন্টিলেটিরে থাকাকালীন হাসপাতালের কর্মীরা তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন কিন্তু লাইফ সাপর্টে থাকার ফলে নড়াচড়া, চিৎকার বা প্রতিরোধ করতে পারেননি।
ভারতীয় ন্যায় সংহিতার অধীনে যৌন নির্যাতনের মামলা দায়ের করেছেন ওই বিমানসেবিকা। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরেও গুরুগ্রামের ওই হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, 'একজন রোগীর অভিযোগ সম্পর্কে আমরা অবগত হয়েছি। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট সময়ের জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত প্রাসঙ্গিক নথি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে'