নয়াদিল্লিঃ স্বল্প সময়ে রাজকীয় জার্নির জন্য ভারতবাসীর অন্যতম ভরসা এখন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার যাত্রীদের (Passengers) কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস আনছে ভারতীয় রেল। এবার উপ্ত্যকার বুক চিড়ে ছুটবে এই বিশেষ ট্রেন। সব ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাশ্মীরের বুক চিঁড়ে ছুটবে বন্দে ভারত, কবে চালু হবে ট্রেন?
জানা গিয়েছে, জম্মুর কাটরা থেকে কাশ্মীরের শ্রীনগরে ছুটবে এই বন্দে ভারত। মাঝে ছোঁবে ৩৬ টি টানেল। জানালা দিয়ে ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কাশ্মীরে পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে যে রেলপথ অতিক্রম করতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে তা ৩ ঘণ্টায় অতিক্রম করবে এই ট্রেন। মোট ২৭২ কিলোমিটার পথ অতিক্রম করবে এই বিশেষ ট্রেন। কাশ্মীরের বিখ্যাত চেনাব সেতুর উপর দিয়ে ছুটবে বন্দে ভারত। যা বিশ্বের উচ্চতম রেল আর্চ ব্রিজ। রেল সূত্রে খবর, আগামী ১৯ এপ্রিল কাশ্মীরের শ্রীনগর থেকে ছাড়বে একটি বন্দে ভারত এক্সপ্রেস। আর একটি ছাড়বে শ্রীনগর থেকে।
যাত্রীদের জন্য সুখবর, এবার বৈষ্ণোদেবী পৌঁছে দেবে বন্দে ভারত, কবে থেকে চালু হবে এই ট্রেন?
Jammu and Kashmir: 1st Vande Bharat Express to Kashmir From Katra To Be Flagged Off by PM Narendra Modi on April 19https://t.co/hn9yrECZWK#VandeBharatExpress #NarendraModi #Kashmir #Katra #JammuAndKashmir @narendramodi @PMOIndia
— LatestLY (@latestly) April 16, 2025