নয়াদিল্লিঃ মাঠের মধ্যে চেইন দিয়ে বাধা ছিল বাঘ(Tiger)। তার সামনে বসে ঠোঁটে ঠোঁট রাখতে গেলেন তরুণ। আর এতেই খেপে গেল বাঘমামা। তরুণের হাতে কামড় বসিয়ে দিল বাঘটি। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল (Viral)হয়েছে এমনই এক ভিডিয়ো। জানা গিয়েছে, ভিডিয়োটি পাকিস্তানের। ‘নওমান.হাসান১’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মুহূর্তে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।
দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাঘের নাকের চুমু খাবেন বলে ঠোঁট বাড়িয়ে দিলেন ওই তরুণ। বাঘটিও আহ্লাদে আটখানা হয়ে পা ছুড়তে শুরু করল। কিন্তু মুহূর্তের মধ্যে খেপে গেল বাঘটি। রেগে গিয়ে সোজা তরুণের হাতে কামড় বসিয়ে দিল সে। কোনওভাবে বাঘের মুখ থেকে নিজের হাত ছাড়ালেন তরুণ। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর কটাক্ষের শিকার হয়েছেন তরুণ।
বাঘকে চুমু দিতে গিয়েই হল সর্বনাশ, ভাইরাল তরুণের কীর্তি
বাঘকে চুমু খেতে গিয়ে বিপাকে যুবক, খেলেন কামড়, ভাইরাল ভিডিয়ো
Viral Video Of Pakistani Influencer Kissing Chained Tiger Divides Internet https://t.co/yjVIHI1sO9 pic.twitter.com/TQkdByLH7y
— NDTV (@ndtv) April 16, 2025