ভাইরাল ভিডিয়ো (ছবিঃInstagram)

নয়াদিল্লিঃ মাঠের মধ্যে চেইন দিয়ে বাধা ছিল বাঘ(Tiger)। তার সামনে বসে ঠোঁটে ঠোঁট রাখতে গেলেন তরুণ। আর এতেই খেপে গেল বাঘমামা। তরুণের হাতে কামড় বসিয়ে দিল বাঘটি। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল (Viral)হয়েছে এমনই এক ভিডিয়ো। জানা গিয়েছে, ভিডিয়োটি পাকিস্তানের। ‘নওমান.হাসান১’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মুহূর্তে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।

দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে,  বাঘের নাকের চুমু খাবেন বলে ঠোঁট বাড়িয়ে দিলেন ওই তরুণ। বাঘটিও আহ্লাদে আটখানা হয়ে পা ছুড়তে শুরু করল। কিন্তু মুহূর্তের মধ্যে খেপে গেল বাঘটি। রেগে গিয়ে সোজা তরুণের হাতে কামড় বসিয়ে দিল সে। কোনওভাবে বাঘের মুখ থেকে নিজের হাত ছাড়ালেন  তরুণ। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর কটাক্ষের শিকার হয়েছেন তরুণ।

বাঘকে চুমু দিতে গিয়েই হল সর্বনাশ, ভাইরাল তরুণের কীর্তি

 সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণ পাকিস্তানের বাসিন্দা। বাঘকে আদর করতে গিয়ে কামর খেয়ে কটাক্ষের শিকার পাকিস্তানি তরুণ। বন্য প্রাণীকে কেন এভাবে বিরক্ত করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার বলেছেন, "বন্য প্রাণীদের কেন এভাবে চেইন দিয়ে বেঁধে রাখা হয়?" কেউ আবার ওই যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন।

বাঘকে চুমু খেতে গিয়ে বিপাকে যুবক, খেলেন কামড়, ভাইরাল ভিডিয়ো