
নয়াদিল্লিঃ মাত্র ক'দিন আগেই মারা (Death)গিয়েছেন স্ত্রী (Wife)। শোকে পাথর হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুবক। অবসাদে (Depression) কেটে ফেললেন গোপনাঙ্গ (Private Parts)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ২৫ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউন জেলার বিনাউর এলাকায়। জানা গিয়েছে, মাত্র কয়েকদিন আগেই স্ত্রীকে হারিয়েছেন ওই যুবক। স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এদিন কিছুক্ষণ সময়ের জন্য বাড়িতে একাই ছিলেন। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে যৌনাঙ্গে আঘাত করেন তিনি। রক্তে ভেসে যায় গোটা ঘর। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্ত্রীর মৃত্যুতে চরম সিদ্ধান্ত স্বামীর
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ওই যুবকের। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল ওই যুবকের। তাই স্ত্রীর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। ধীরে-ধীরে তাঁকে গ্রাস করছিল শূন্যতা। আর তার জেরেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি।
স্ত্রীর মৃত্যুতে শোকে পাথর, দুঃখে যৌনাঙ্গ কেটে দিলেন যুবক
Budaun: Grief-Stricken Over Wife’s Death, Uttar Pradesh Man Chops Off His Private Parts; Hospitalised in Critical Condition https://t.co/ERJdoeDknG#Budaun #UttarPradesh
— LatestLY (@latestly) April 16, 2025