
নয়াদিল্লিঃ ভূমিকম্পে (Earthquake)কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। কম্পন অনুভূত হল দিল্লিতেও (Delhi)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় ভোর ৪টে ৪৪ মিনিটে কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ট থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। কম্পনের মাত্রা কম হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। অন্যদিকে এদিন ভোরেই কেঁপে উঠেছে তাজাকিস্তান। কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হয় কিরগিস্তানেও। অন্যদিকে মৃদু কম্পন অনুভব করে দিল্লিবাসীরাও। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেকেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
সকাল সকাল ভূমিকম্প হানা, কাঁপল কোন কোন দেশ?
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে দক্ষিণ এশিয়ায় আঘাত হানছে ভূমিকম্প। কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্প হানা দেয় মায়ানমারে। যার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা দেশটি। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। ভেঙে পড়েছে শয় শয় বাড়ি, হোটেল ও অফিস। এছাড়া গত মঙ্গলবার কম্পন অনুভূত হয় তিব্বত ও নেপালে।ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পের ঘটনা ঘটে।
বুধ সকালে ভূমিকম্প, কম্পন অনুভূত হল দিল্লিতেও
Earthquake of magnitude 5.9 jolts Afghanistan
Read @ANI Story | https://t.co/YBW0haet7m#Earthquake #Afghanistan pic.twitter.com/J1KAPSmnkp
— ANI Digital (@ani_digital) April 16, 2025