লখনৌয়ের একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাঠে নেমে বড় নজির মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। হার্দিক পান্ডিয়ারা প্রথম ফিল্ডিং করছেন, কিন্তু ব্যাট না করেও সেঞ্চুরিটা সেরে ফেললেন সূর্য। মুম্বইয়ের জার্সিতে তাঁর শততম ম্যাচটা খেলতে নামলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার। আম্বানিদের মায়াবীনগীরের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে অষ্টম ক্রিকেটার হিসেবে একশোটা ম্যাচ খেলছেন সূর্যকুমার।
রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে মুম্বইয়ের জার্সিতে সেঞ্চুরি ম্যাচ খেলেন
রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে একশোটি ম্যাচ খেলেন। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ড, হরভজন সিং, জশপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা, আম্বাতি রায়াড়ু ও হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের হয়ে একশোটি ম্যাচ খেলেন।
আরও পড়ুন- কবে মাঠে নামবেন বুমরা
সূর্যর শততম ম্যাচ
100 up for SKY💯
Suryakumar Yadav plays his 100th IPL match for MI, becoming their 8th player to do so.#SuryakumarYadav pic.twitter.com/tkhTjpVI8F
— CricTracker (@Cricketracker) April 4, 2025
আইপিএলে স্কাই হাই
SKY নামে পরিচিত মুম্বইয়ের তারকা ক্রিকেটার ২০১২ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলার সুযোগ পান। তবে তেমন একটা খেলার সুযোগ পাননি। ২০১৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলে সবার নজর কাড়েন সূর্য। চার বছর নাইটের সংসারে কাটানো পর ২০১৮ আইপিএল থেকে সূর্যকুমার মুম্বই ইন্ডিয়ন্সে ফেরেন। আইপিএলে সূর্যকুমার মোট ১৫৩টি ম্যাচ খেলেছেন। দুটি সেঞ্চুরি, ২৪টি হাফ সেঞ্চুরি সহ সূর্যর মোট ৩ হাজার ৬৯৮ রান আছে।