হরিয়ানার রেওয়ারির গর্ব ছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলট সিদ্ধার্থ যাদব (Pilot Siddharth Yadav)। ২৩ মার্চ সোনিয়ার সঙ্গে বাগদান পর্ব সেরে পরেরদিন কাজে ফিরেছিলেন তিনি। চলতি বছরের নভেম্বর মাসে কথা ছিল বিয়ে হওয়ার। তবে আচমকাই দশদিনের মাথায় তিনি ফিরে এলেন বাড়িতে। সিদ্ধার্থের কফিনবন্দি নিথর দেহ ফিরল যাদব পরিবারে। চোখের জল বাধ মানছে না কারোরই। হবু স্ত্রী সোনিয়াও এখনও মেনে নিতে পারছেন না যে কয়েকদিন আগে যাঁর সঙ্গে বাগদান পর্ব হল, তাঁর সঙ্গে সারাজীবন সংসার করতে পারবেন না।

শোকস্তব্ধ সিদ্ধার্থের হবু স্ত্রী সহ গোটা পরিবার

কাঁদতে কাঁদতে তরুণী বলছেন, তুমি এলেন না। তুমি বলেছিলে আমায় নিতে আসবে। কিন্তু তুমি এলে না তো? পাশে রয়েছেন সিদ্ধার্থের বাবা-মাও। যেন ভারতীয় সেনার ক্যাপ্টেন বিক্রম বাত্রা স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। কার্গিল যুদ্ধের নায়ক বিক্রমের সঙ্গেও ডিম্পল চিমা নামে এক তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন বিক্রম।

দেখুন ভিডিয়ো

জামনগরে চপার দুর্ঘটনায় মৃত্যু বায়ুসেনার

গত বুধবার রাতে জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভদ্রা গ্রামে ভেঙে পড়়েছিল জাগুয়ার চপার। জানা যাচ্ছে, কাজ সেরে জামনগরে বায়ুসেনার ঘাঁটিতে ফিরছিলেন সিদ্ধার্থ। তখনই যান্ত্রিক গোলোযোগের কারণে ভেঙে পড়ে চপারটি। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় সিদ্ধার্থ যাদবের। তাঁর সহকর্মী মনোজ কুমার সিং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।