আজ চৈত্র নবরাত্রির সপ্তম দিন পাশাপাশি আজ অষ্টমী তিথি। চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা (Devi Annapurna) অবতীর্ণ হন। তাই নিষ্ঠার সঙ্গে দেবী অন্নপূর্ণার আরাধনা করলে সংসারে কখনও অভাব দেখা দেয় না।প্রতীকীভাবে, দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি মার রূপ যিনি সমস্ত জীবকে লালন-পালন করেন। বিশ্বাস করা হয় যে কাশীতে, ভগবান শিব দেবী পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন। দেবী অন্নপূর্ণা আমাদের লালন-পালন করেন এবং আত্ম-উপলব্ধির জন্য প্রস্তুত করেন। অন্নপূর্ণা পুজোয় সকল জীবের কল্যাণের জন্য করা হয়। আজ গোটা বাংলা জুড়ে ঘরে ঘরে তাই পুজো হবে অন্নদাত্রী দেবীর।

পুজোর সকালে প্রিয়জনদের পাঠান লেটেস্টলি বাংলার (Latestly Bangla) শুভেচ্ছা বার্তা (Annapurna Puja 2025 Bengali Wishes)