Google Photos (Photo Credits: Google Twitter)

গুগল ফোটোতে (Google Photos) আর বিনামূল্যে আনলিমিটেড ছবি আপলোড করা যাবে না। ব্যবহারকারীরা একবার তাদের অ্যাকাউন্টে ১৫ জিবি-র বেশি আপলোড করলে স্টোরেজের জন্য চার্জ নেওয়া শুরু করবে গুগুল (Google)। আগামী বছরের ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১৫ জিবি-র বেশি ফোটো বা ভিডিয়ো স্টোর করতে গেল ব্যবহারকারীকে চার্জ দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। গুগল ড্রাইভ এবং জিমেল আগেই এই পরিষেবাগুলিতে চার্জ নিতে শুরু করেছে।

গুগল ফোটোর ভাইস প্রেসিডেন্ট শিম্রিট বেন-ইয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, "২০২১ সালের ১ জুনের আগে আপলোড হওয়া হাই কোয়ালিটির ফোটো বা ভিডিয়োর পরিমাণ ১৫ জিবি-র বেশি হয়ে গেলে চার্জ নেওয়া হবে না। তার মানে ১ জুনের আগে ব্যাকআপ করা ফোটো এবং ভিডিওগুলি নিখরচায় রাখা যাবে। তবে সেটা অবশ্যই স্টোরেজ লিমিটের মধ্যে।" আরও পড়ুন: Dhanteras 2020: ঘরে বসেই ধনতেরাসে ডিজিটাল সোনা কিনুন, কোথায় কিনবেন জানুন ক্লিক করে

এই পরিবর্তনটি কার্যকর হওয়ার পরে গুগল ফোটোতে ৮০ শতাংশেরও বেশি ব্যবহারকারীরা এখনও সেই ফ্রি ১৫ গিগাবাইট স্টোরেজে তিন বছরের জন্য সংরক্ষণ করতে সক্ষম হবেন। একবার ১৫ গিগাবাইটের সীমার কাছে পৌঁছালে গুগল অ্যাপে এবং ইমেলের মাধ্যমে জানাবে। তবে পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীদের ১৫ জিবির বেশি স্টোরেজ রাখলেও চার্জ দিতে হবে না। আগামী বছরের জুনের পরেও কোনও সীমা ও চার্জ ছাড়াই তারা হাই কোয়ালিটি ছবি আপলোড করতে সক্ষম হবেন।