রাজস্থানের কারখানায় বিষাক্ত গ্যাস লিক (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাজস্থানের রাসায়নিক কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক করেরাজস্থানের রাসায়নিক কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক করে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত কারখানার মালিক। গুরুতর অসুস্থ ৩০ জন। জানা গিয়েছে, সোমবার রাতে  দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেড়ের বিয়াওয়ারের একটি কারখানায়। নাইট্রোজেন গ্যাস ভর্তি ট্যাঙ্কার লিক করে দ্রুত ছড়িয়ে পড়ে গ্যাস। কারখানার কর্মীরা গ্যাস ভর্তি ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন গ্যাস বের করছিলেন। সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। ক্রমে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গ্যাস ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা। এমনকী এর ফলে ওই এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি হাজির হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরাও। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

রাজস্থানে বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু অ্যাসিড কারখানার মালিকের

পুলিশ সূত্রে খবর, বেওয়ার থানা এলাকার বিদায়ায় ‘সুনীল ট্রেডিং কোম্পানির গুদামে এই দুর্ঘটনা ঘটে। আচমকা ট্যাঙ্কার লিক করে বাতাসে বিষাক্ত গ্যাস মেশা শুরু হয়। ।  মৃত্যু হয় কারখানার মালিক সুনীল সিঙ্ঘল নামে এক ব্যক্তির।  বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। এর ফলেই অসুস্থ হয়ে পড়েন। আজমেরে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

রাজস্থানের কারখানায় বিষাক্ত গ্যাস লিক, মৃত্যু কারখানার মালিকের, গুরুতর অসুস্থ ৩০