Oscar Pistorius: গার্লফ্রেন্ডকে হত্যার ১১ বছর পর জেল থেকে প্যারোলে ছাড়া পাচ্ছেন পিস্তোরিয়াস
Oscar Pistorius

তাঁর দুটো পা নেই। এরপরেও তিনি প্যারালিম্পিকে সোনা জেতার পর গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সাধারণ অ্যাথলিটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অলিম্পিকের ইতিহাসে প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র দৌড়বিদ যার দুটো পা না থাকা সত্ত্বেও সাধারণ বিভাগে খেলার যোগ্যতা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট অস্কার পিস্তোরিয়াস।

কিন্তু ২০১২ লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠে ও ৪x৪০০ মিটার রিলে রেসের ফাইনালে অংশ নিয়ে ইতিহাস গড়ার পরের বছর নিজের গার্লফ্রেন্ড রিভা স্টেনকাম্পকে গুলি করে খুনের দায়ে পুলিশ গ্রেফতার করে পিস্তোরিয়াস-কে।

দেখুন ছবিতে

আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর পিস্তোরিয়াসকে ১৭ বছর জেলের শাস্তি দেওয়া হয়। কিন্তু শাস্তির বিধান দেওয়ার সময় বলা ছিল, জেলের সব নিয়ম ঠিকঠাক মেনে চললে পিস্তোরিয়াসকে ২০২৪ সালে জানুয়ারিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেই মত জেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, আগামী ২ জানুয়ারি প্যারোলে ছাড়া হচ্ছে পিস্তোরিয়াসকে।