ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) ইতিমধ্যে চালু হয়ে গেলেও বৌবাজার এলাকায় সমস্যা হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। আদৌ এই রুটে সংযুক্ত হবে কিনা, এই নিয়ে প্রশ্ন উঠছিলই। তবে অবশেষে অবসান ঘটল সমস্ত প্রতিক্ষার। বৌবাজার এলাকায় ফাঁটল সমস্যা মিটিয়ে সুরঙ্গের কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। এরমধ্যে সম্প্রতি লাইন পাতার কাজও শেষ হয়ে গিয়েছে। গত সোমবার ট্রলি ট্রায়াল রান হল এই রুটে। আর এদিন উপস্থিত ছিলেন মেট্রো রেলের চেয়ারম্যান পি উদয় কুমার রেড্ডি, প্রধান ইঞ্জিনিয়র অনুজ মিত্তল সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।
এই বৌবাজার চত্বরেই টানেল তৈরির কাজের সময় একাধিক বাধার সৃষ্টি হয়ছিল। ২০১৯ সালের অগাস্ট মাসে দূর্গা পিতুরী লেন ও স্যাকড়া পাড়া লেনের একাধিক বাড়িতে ফাঁটল ধরে। জল ঢোকে টানেলের ভেতরে। আটকে যায় খননকারী একটি যন্ত্র। ২০২২ সালেও আরও কয়েকটি বাড়িতে ফাঁটল দেখা যায় এবং জল ঢোকার মত সমস্যা হয়। যার ফলে আবার কাজ বন্ধ হয়। তবে বহু সমস্যার পর অবশেষে টানেল তৈরির কাজ শেষ হয়।
তবে অবশেষে টলি ট্রায়াল হওয়ার পর খুশী শীর্ষ আধিকারিক থেকে শুরু করে কর্মীরা। যদিও কবে নাগাদ এই রুট সম্পূর্ণভাবে চালু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই রুট চালু হলে যাত্রীরা আরও কম সময়ের মধ্যে হাওড়া কলকাতার মধ্যে যাত্রা করতে পারবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে।