প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) নামে এবার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি শাসিত গুজরাটে। কেন্দ্রীয় প্রকল্পের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার তাঁকে হাতেনাতে গ্রেফতার করল গুজরাট পুলিশ। জানা যাচ্ছে, জাল নথি দেখিয়ে এক মহিলার থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়েছে অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম বীরেন সিং। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে।
পুলিশসূত্রে খবর, জান নথি ও তালিকা দেখিয়ে এবং নিজেকে সরকারী কর্মী পরিচয় দিয়ে অভিযোগকারিনীর থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়েছিল ওই ব্যক্তি। এমনকী ওই মহিলাকে বিশ্বাস করানোর জন্য একটি নির্মীয়মাণ আবাসনের কাছে নিয়েও যাওয়া হয়। জানা যাচ্ছে, অভিযুক্তর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। যাঁদের টাকার বিনিময়ে কাজ করাতেন। জানা যাচ্ছে, ওই মহিলা ছাড়াও আরও অনেকের টাকা এভাবে লুট করেছে ওই ব্যক্তি। সবমিলিয়ে ৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে বীরেনের বিরুদ্ধে।
Ahmedabad, Gujarat: The police have arrested a man who was deceiving people by promising to provide them with Prime Minister's Housing at a low cost pic.twitter.com/DYB5I1Jyyt
— IANS (@ians_india) December 25, 2024