নয়াদিল্লি, ৫ মে: বেশ কয়েকমাস ধরেই রমরমিয়ে ভুয়ো রান্নার মশলা বানিয়ে ব্যবসা ফেঁদেছিল একদল ব্যক্তি। অবশেষে রবিবার পুলিশের জালে ধরা পড়ল তাঁরা। জানা যাচ্ছে দিল্লির কারাওয়াল নগর এলাকায় দুটি কারখানা খুলে এই ব্যবসা চালাতো তাঁরা। রবিবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch) বিভাগের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায়।

এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় ১৫ টন ভুয়ো মশলা। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, মূলত এই কারখানায় নামী কোম্বানীর প্যাকেটে ভুয়ো মশলা ভরে দিল্লি ও এনসিআরের বিভিন্ন দোকানে কম দামে বিক্রি করত। এই সংক্রান্ত একাধিক অভিযোগ মেলায় তদন্ত শুরু হয় আর তাতেই হদিশ মেলে এই দুই কারখানার। এখানে মূলত হলুদ, লঙ্কা, ধনে এবং আমচুরের গুড়ো তৈরি হতো।

এদিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৩ ব্যক্তি। এরমধ্যে দুজন মালিক এবং একজন সাপ্লায়ার বলে জানা গিয়েছে। এদের নাম দিলীপ সিং ওরফে বান্টি (৪০), সারফারাজ (৩২), খুরশিদ মালিক (৪২)। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, এদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের খোঁজে আপাতত তল্লাশি চালাচ্ছে পুলিশ।