বড়দিন বদলে গেল শেষ দিনে। বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের নৈনিতালের (Nainital) ভীমতালে। যাত্রীবাহী গাড়ি উল্টে মৃত্যু ৪ জন পর্যটকের। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। সূত্রের খবর, পিথোরগড় থেকে হালদোয়ানি উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ভীমতালে কাছে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর তাতেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, চালকের ভুলেই ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেই সঙ্গে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে, মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের ৩ লক্ষ টাকা দেবেন বলে জানা গিয়েছে। আর কম আহত যাঁরা হয়েছেন তাঁদের অবস্থা বুঝে ১৫ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।