Champions Trophy 2025: পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি (Mohsin Naqvi) চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির প্রশংসা করেছেন। আইসিসির এই টুর্নামেন্টের হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্তকে দেশের জন্য 'গুরুত্বপূর্ণ মাইলফলক' বলেছেন রিজওয়ান। পাকিস্তানে ২৮ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করা হবে। তাঁদের আয়োজিত শেষ আইসিসি টুর্নামেন্ট যা সেদেশে অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল ১৯৯৬ বিশ্বকাপ। রিজওয়ান বলেন, 'ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে আমরা সবাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করতে পেরে খুবই রোমাঞ্চিত। এটা দারুণ একটা উৎসব কারণ পাকিস্তান ২৮ বছরের মধ্যে প্রথম আইসিসি ইভেন্টকে স্বাগত জানাচ্ছে, বিশেষ করে যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।' হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্টের একটি অংশ পাকিস্তানে আয়োজন করায় আনন্দ প্রকাশ করেছেন নকভি। ICC Champions Trophy 2025 Schedule: দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, ফাইনাল ৯ মার্চ
কি বলছেন মোহসিন নাকভি
PCB Chairman Mohsin Naqvi's message as Pakistan gears up to host ICC event after 28 years!#ChampionsTrophy pic.twitter.com/THp0XIW13H
— Pakistan Cricket (@TheRealPCB) December 24, 2024
আট দলের এই টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচি তিনটি ভেন্যু হিসেবে টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। পাকিস্তানের প্রতিটি ভেন্যুতে তিনটি করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে, লাহোরে দ্বিতীয় সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। ভারত কোয়ালিফাই না করলে ৯ মার্চ লাহোরে ফাইনাল অনুষ্ঠিত হবে, ভারত জায়গা করলে সেক্ষেত্রে ফাইনাল হবে দুবাইয়ে। সেমিফাইনাল ও ফাইনাল দুটোতেই থাকবে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনালের সঙ্গে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। টুর্নামেন্টের দুবাই পর্ব শুরু হবে পরের দিন যেখানে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তান পর্বে ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি তিনটি পাকিস্তানের আয়োজক ভেন্যু।