রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ওপর হামলা করতে পারে বাংলাদেশের জঙ্গিরা। সম্প্রতি আইবি-র রিপোর্টে এমন তথ্য আসার পর শুভেন্দুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত তাঁকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছিল সিআইএসএফ। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য সরকারকে বারতি নিরাপত্তা দেওয়ার পরামর্শ দিয়েছে। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। যদিও এই নিয়ে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তাঁর মতে, শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক কষেছে বাংলাদেশের জঙ্গিরা, এটা সত্যিই খুব উদ্বিগ্নের বিষয়। আমরা চাই উনি সুস্থ ও স্বাভাবিক থাকুক। কিন্তু ওনাকে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র সরকার। সীমান্ত থেকে জঙ্গিরা ঢুকে পড়ছে, সীমান্তের দায়িত্বে রয়েছে বিএসএফ। ফলে কীভাবে জঙ্গিরা ঢুকে পড়ছে, এর জবাবদিহি কেন্দ্র সরকারকে দিতে হবে। কারণে সীমান্তের নিরাপত্তার দায়িত্ব বিএসএফের। এরপর আইবি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তাঁরা আগে থেকে তথ্য দিতে পারেননি কেন। আর সবকিছু রাজ্য সরকারের ঘাড়ে চাপানো বন্ধ করা উচিত।