New Zealand Cricket: এবার থেকে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। আগামী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে এই সম্প্রচার। এই ঘোষণা করতে গলায় ঢোল ঝুলিয়ে পাঞ্জাবি বলতে বলতে ভাঙ্গরা করতে দেখা যায়। সেখানে উপস্থিত রয়েছে রচিন রবীন্দ্র, ঈশ সোধি এবং ডেভন কনওয়ের মতো তারকারা। শ্রীলঙ্কা ক্রিকেট দল সাদা বলের সিরিজে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাবে। আগামী ২৮ ডিসেম্বর মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু হবে এবং আগামী ১১ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। চারিথ আসালাঙ্কা এই সফরে টি-টোয়েন্টি দলে শ্রীলঙ্কার অধিনায়ক। অন্যদিকে, কিউইদের হয়ে মিচেল স্যান্টনার সাদা বলের অধিনায়ক হিসাবে তার মেয়াদ শুরু করবেন। PAK ODI Tri-Series: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পাকিস্তানে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি দল
এবার সোনি স্পোর্টসেই নিউজিল্যান্ডের সব ম্যাচ
Where Kiwi Cricket Meets Indian Fans 👉 #SonySportsNetwork 📺
India’s ultimate destination for all the thrilling action from New Zealand cricket 🇳🇿 🏏#NZCricket #BlackCaps #NZCricketOnSSN | @BLACKCAPS pic.twitter.com/lDzGdA71cr
— Sony Sports Network (@SonySportsNetwk) December 24, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)