হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর: বিপদ যেন কাটছেই না অল্লু অর্জুনের (Allu Arjun)। এবার হায়দরাবাদ পুলিশের (Hyderabad Police) তরফে সমন পাঠানো হল অল্লু অর্জুনকে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুষ্পা টু তারকাকে সমন পাঠানো হয় পুলিশের তরফে। সূত্রের খবর, ২৪ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ থানায় হাজির হবেন অভিনেতা। হায়দরাবাদের চিকাবল্লী থানায় মঙ্গলবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে পুষ্পা (Pushpa 2) অভিনেতাকে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা টু-এর প্রিমিয়ার। অল্লু অর্জুন ওই প্রিমিয়ারে হাজির হলে মানুষের উন্মাদনা চরমে ওঠে। সেখানেই এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। পুষ্পা টু-এর প্রিমিয়ারে ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার অভিনেতা এবং পুষ্পা টু-এর নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার জেরে অল্লু অর্জুনকে সম্প্রতি গ্রেফতারও করা হয়। যদিও গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্য়ে আদালতে তোলা হলে, জামিনও পেয়ে যান অভিনেতা।
জামিন পাওয়ার পরও স্বস্তি নেই। অল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর থেকে শুরু করে ফের অভিনেতাকে জিজ্ঞাসাবাদ, একের পর এক বিপাকে পড়ছেন দক্ষিণের মহাতারকা।