হায়দরাবাদ, ২৪ ডিসেম্বরঃ অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে আবারও থানায় অভিযোগ দায়ের হল। সদ্য মুক্তি পাওয়া অল্লুর ছবি 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ঘিরে একের পর এক আইনি জটিলতা তৈরি হয়ে চলেছে। এবার তেলুগু সুপারস্টারের বিরুদ্ধে উঠল পুলিশকে অসম্মান করার অভিযোগ। তবে কেবল অভিনেতা নয়, পুষ্পা ২ ছবির পরিচালক, প্রযোজকের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হল। তেলাঙ্গানার কংগ্রেস নেতা থেনমার মাল্লান্না পুষ্পা ২ ছবিতে পুলিশকে অপমান করা হয়েছে অভিযোগ তুলে থানার দারস্ত হয়েছেন।
এনডিটিভি-তে প্রকাশিত তথ্য অনুসারে, তেলাঙ্গানার মেডিপাল্লি থানায় কংগ্রেস নেতা অভিযোগ করেন, পুষ্পা ২ ছবিতে পুলিশকে অসম্মান করা হয়েছে। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, অল্লু অর্জুনের চরিত্র অর্থাৎ পুষ্পা সুইমিং পুলে প্রস্রাব করছেন। সেই সময়ে পুলের মধ্যে ছিলেন একজন পুলিশ অফিসার। ছবিতে দেখানো সেই দৃশ্য পুলিশবাহিনীর প্রতি 'অসম্মানজনক' আচরণ বলেই দাবি তুলেছেন থেনমার। অভিনেতা এবং পুষ্পা নির্মাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের আর্জিও জানান তিনি।
ফের অল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের...
এদিকে পুষ্পা ২-র প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনার জেরে আগে থেকেই আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। জেল যাত্রাও হয়েছে তাঁর। অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি। সোমবার হায়দরাবাদ পুলিশের তরফে অল্লুর কাছে মহিলা মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে থানায় হাজিরা দেওয়ার সমন আসে। পুলিশের ডাকে সারা দিয়ে ২৪ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টার মধ্যে চিক্কদপল্লী থানায় পৌঁছে যান অভিনেতা।
আইনি জটিলতা নিয়ে অস্বস্তির মাঝেই রবিবার অভিনেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির একদল সদস্য মিলে বিক্ষোভ দেখায় অল্লুর হায়দরাবাদের বাড়ির সামনে। পাঁচিল টোপকে বাড়ির প্রাঙ্গনে ঢুকে ফুলের টব ভাঙচুর করে বিক্ষোভকারীরা।