কানাডার মন্ট্রিলে (Montreal) দুঃসাহসিক ডাকাতি। এক ভারতীয় বংশোদ্ভূতর দোকানে গত শনিবার ডাকাতদল কমপক্ষে ৬ লক্ষ থেকে ৭ লক্ষ ডলারের সোনার গয়না। জানা যাচ্ছে, এদিন স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ দোকানে এক ক্রেতাকে গয়না দেখাচ্ছিলেন। সেই সময় একটি এসইউভি গাড়ি পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে দোকানের কাঁচের দেওয়ালে। আর ততক্ষণাৎ তা ভেঙে যায়। তারপর একদল মুখোশধারী দুষ্কৃতি গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে লুটপাট শুরু করে। সেই সময় তাঁদের বাধা দেয় দোকানের মালিক গগনজিৎ সিং। তবে তাঁকে মারধর করে সরিয়ে দেয়। তারপর বহুমূল্যের কয়েকটি গয়না নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মতো তদন্তে নেমেছে মন্ট্রিল পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গগনজিৎ। সম্প্রতি এই ডাকাতির একটি ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে কীভাবে ডাকাতদলের আটকানোর চেষ্টা করছিলেন দোকানের মালিক।
Violent thieves reverse crash a car through a Montreal jewellery store.
A store worker was attacked. And the thieves stole an estimated $600,000 to $700,000 of gold.
Another great Canadian heritage moment — brought to you by Justin Trudeau.🇨🇦
— dahlia kurtz ✡︎ דליה קורץ (@DahliaKurtz) December 24, 2024