উৎসবের আবহে সংসদ ভবনের সামনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। আচমকাই নিজের গায়ে আগুল লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন জিতেন্দ্র কুমার নামে বছর ২৬-এর এক ব্যক্তি। ঘটনাটি ঘটে, দুপুর সাড়ে ৩টে নাগাদ সংসদ ভবন ও রেল ভবনের কাছেই একটি পার্কে। তবে পুলিশ তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে এবং গুরুতর জখম অবস্থায় আরএমএল হাসপাতালে (RML Hospital) তাঁকে ভর্তি করেন। জানা যাচ্ছে, ওই যুবকের শরীরের অধিকাংশ অংশই অগ্নিদ্বগ্ধ হয়েছে। ফলে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের বাঘপত এলাকার বাসিন্দা জিতেন্দ্র আজ সকালেই দিল্লিতে ট্রেনে করে এসেছিল। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শেষে ওই পার্কে দাঁড়িয়ে তেলে ভিজে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পুরোনো শত্রুতা নিয়ে একাধিক মামলা চালাচ্ছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসন তাঁকে কোনওরকম সহায়তা করছেন না এবং অন্য পার্টির থেকে টাকা নিয়ে তাঁর বিরুদ্ধে কেস সাজাচ্ছে। আর এই কারণেই তিনি এদিন আত্মহত্যার চেষ্টা করেন।