দোহা, ৬ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে এশিয়ার চ্য়ালেঞ্জ শেষ হয়ে গেল। একই দিনে প্রি কোয়ার্টার ফাইনালে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায়ে কাতারে শেষ হল এশিয়ার অভিযান। আয়োজক দেশ কাতার সহ এএফসি থেকে মোট ৬টা দেশ মূলপর্বে খেলেছিল। তার মধ্যে অস্ট্রেলিয়া ওশিয়ানিয়া মহাদেশের হলেও এশিয়া ফুটবল সংস্থা বা AFC-র অধীনে থেকে মূলপর্বে উঠেছিল। কাতারে এএফসি থেকে যে ছয়টি দেশ মূলপর্বে খেলেছিল তাদের মধ্যে তিনটি দল নক আউটে ওঠে। এই প্রথম এএফসি- তিনটি দেশ বিশ্বকাপের নক আউটে খেলার নজির গড়ে।
প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে অস্ট্রেলিয়া হারল ১-২ গোলে, জাপান দুরন্ত লড়াই করে শেষ অবধি টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর ব্রাজিলের কাছে ১-৪ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে অবিশ্বাস্য ফুটবল খেলে হারালেও গ্রুপ পর্বে বিদায় নেয় সৌদি আরব। গ্যারথে বেলের ওয়েলেশকে ২-০ গোলে হারালেও ইরান গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। আর খুব খারাপ খেলে আয়োজক দেশ কাতার সব কটা ম্যাচ হেরে সাতটা গোল হজম করে বিদায় নেয়।
দেখুন ছবিতে
Football coach of #Japan bowing to the fans and his players after loss in World Cup round of 16 to Croatia. Expression of appreciation,gratitude and perhaps sense of apology. Japanese people exemplify humility, grace and class. 🇯🇵❤️ @JapaninIndia pic.twitter.com/fJtHUsVfEZ
— Jo (@JoBeingjoe) December 6, 2022
কাতারে এএফসি-র দেশেরা মোট সাতটা ম্যাচ জেতে। সৌদি হারায় আর্জেন্টিনাকে, জাপান হারায় জার্মানি ও স্পেনকে, ইরানের কাছে পরাস্ত হয়ে ওয়েলশ, দক্ষিণ কোরিয়া জেতে পর্তুগালের বিরুদ্ধে অস্ট্রেলিয়া হারায় ডেনমার্ক ও তিউনিসিয়াকে। কিন্তু গ্রুপ লিগে এরকম অবিশ্বাস্য ফলের পরেও নিজেদের মহাদেশে হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে এশিয়ার কোনও দেশকে। একমাত্র ২০০২ বিশ্বকাপ ছাড়া এশিয়ার কোনও দেশ কখনও শেষ আটে উঠতে পারেনি।
দেখুন কাতারের আগে শেষ ৬টি বিশ্বকাপে এশিয়ার দেশগুলি পারফরম্যান্স
২০১৮ রাশিয়া বিশ্বকাপ: একমাত্র নক আউটে ওঠে জাপান। প্রি কোয়ার্টারে বেলজিয়ামের কাছে ২-৩ গোলে হেরে বিদায়। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইরান, অস্ট্রেলিয়া-গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: এশিয়ার কোন দেশ নক আউটে উঠতে পারেনি। সবাই গ্রুপ পর্ব থেকে বিদায়।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ: আফ্রিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকে শেষ ষোলোয় উঠেছিল শুধু দক্ষিণ কোরিয়া আর জাপান। প্রি কোয়ার্টারে জাপান টাইব্রেকারে হারে প্যারাগুয়ের কাছে, আর দক্ষিণ কোরিয়া ১-২ গোলে হারে উরুগুয়ের কাছে।
২০০৬ জার্মানি বিশ্বকাপ- এশিয়ার কোনও দেশ নক আউটে ওঠেনি। তবে এএফসি থেকে খেলা অস্ট্রেলিয়া শেষ ষোলোয় ওঠে। অজিরা প্রি কোয়ার্টারে ০-১ গোলে হারে সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইতালির কাছে।
২০০২ দ.কোরিয়া-জাপান বিশ্বকাপ-দুই আয়োজক দেশ গ্রুপ পর্বের বাধা টপকে নক আউটে ওঠে। তবে জাপান প্রি কোয়ার্টার ফাইনালে ০-১ গোলে হারে তুর্কির বিরুদ্ধে। সেখানে নক আউটে দুটো দারুণ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ কোরিয়া। এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সেমিতে উঠেছিল। প্রি কোয়ার্টারে ইতালিকে ২-১ গোলে, কোয়ার্টারে টাইব্রেকারে স্পেনকে ৩-৫ হারিয়ে শেষ চারে উঠেছিল কোরিয়া। তবে সেমিফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হারে দক্ষিণ কোরিয়া।