
CSK Ticket Price in Chennai Chepauk : তবে ৪৩ বছরের ধোনি ফের পরের বছর মাঠে নামবেন তেমন সম্ভাবনা খুবই কম। ধোনির অবসরের আবহে এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর হোম ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী রবিবার চেন্নাইয়ে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে তাদের প্রথম হোম ম্যাচে নামছে ধোনির সিএসকে। চিপকে এবার ধোনিদের খেলা দেখতে হলে অন্তত ১ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। আর ভিআইপি-র মত জমিয়ে গ্যালারিতে বসে খেলা দেখলে সাড়ে ৭ হাজার টাকা খরচ হয়ে যাবে।
আসন্ন আইপিএলে চেন্নাইয়ের এমএ চিদাম্বরমে স্টেডিয়াম বা চিপকে টিকিটের দাম ধার্য করা হয়েছে পাঁচটি স্তরে। সর্বনিম্ন টিকিটের মূল্য ১৭০০ টাকা। চিপকের গ্যালারিতে ইকনমি স্তরে টিকিটের মূল্য আড়াই হাজার ও সাড়ে ৩ হাজার টাকা। ভিআইপি ও বক্স টিকিটের দাম করা হয়েছে ৪ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা। নিশ্চিতভাবেই প্রতিবারের মত এবারও সিএসকে-র হোম ম্যাচ টিপকে হাউসফুল শো হতে চলেছে। সিএসকের প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে। পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে গতবার লিগ তালিকায় পঞ্চমে শেষ করায়, প্লে অফে উঠতে পারেনি। তবে এবার ঋতুরাজ, ধোনিদের নিয়ে বড় কিছুর প্রত্যাশা রয়েছে।
এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে দেবেন ঋতুরাজ গায়কোয়েড়। ধোনি, জাদেজা-র পাশাপাশি এবার চেন্নাইয়ে আছে রবীচন্দ্রন অশ্বিন, রচীন রবীন্দ্র, শিবম দুবে, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, স্যাম কুরানের মত ক্রিকেটার।