মুম্বই, ২৩ অক্টোবর: আজ নয়া ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ১৯৯৬ সালে লর্ডসে টেস্টে অভিষেকের সেই চিরস্মরণীয় মুহূর্তের মত, আজ দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে দাদার অভিষেক নিয়ে বাঙালি আবেগে ভাসছে। সরকারীভাবে আজই ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯তম সভাপতি হচ্ছেন সৌরভ। সমস্ত হিসেব উল্টে ক দিন আগেই এন শ্রীনিবাসন গোষ্ঠীর ব্রিজেশ প্যাটেলকে নাটকীয়ভাবে পিছনে ফেলে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মনোনয়ন জমা দিয়েছিলেন সৌরভ। দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ।
আজই আবার BCCI-য় শেষ হতে চলেছে ৩৩ মাস ধরে চলা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (COA)-র জমানা। যে COA-র বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, জলঘোলা কম হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ গাঙ্গুলি ও তাঁর পুরো দল মসনদে বসতে চলেছেন। বোর্ডে টিম সৌরভের গুরুত্বপূর্ণ সদস্য হলেন-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ। বোর্ড সচিব হিসেবে আজ দায়িত্ব নেবেন জয় শাহ। কেন্দ্রীয় মন্ত্রী তথা এক সময়ের বোর্ডের সর্বেসর্বা অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধামাল হতে চলেছেন কোষাধ্যক্ষ। আরও পড়ুন-সবথেকে বেশি ছক্কা হাঁকিয়ে রেকর্ড রোহিত শর্মার
'কুলিং অফ পিরিয়ড'-নামের এক নিয়মের কারণে সৌরভ অবশ্য মাত্র ৯ মাসের জন্য বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত দাদা বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। কম সময়ে দায়িত্ব পেলেও, দারুণ কিছু করতে চান সৌরভ। যেভাবে দেশের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে, ভারতীয় ক্রিকেটের মানসকিতা বদলে দিয়েছিলেন, সেরকম কিছুই বোর্ডের ক্ষমতা পেয়েও করতে চান দাদা। প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের জন্য কাজ করতে চান বলে সৌরভ জানিয়েছিলেন।