India Win by 295 Runs (Photo Credit:X@ApnaCricketteam)

যশপ্রীত বুমরার বোলিং দাপট ও যশশ্বী ও বিরাটের অনবদ্য ইনিংসে ভর করে পারথ টেস্টে ২৯৫ রানের বিশাল জয় পেল ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে ভারত শেষ হয়ে যাওয়ার পর  দ্বিতীয় দিন মাত্র ১০৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান অজিদের। ৪৩ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে ১৯৮১ সালে এমসিজিতে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটাই নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান।  প্রথম ইনিংসে পারথে বুমরার সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা‌। ৩০ রানে ৫ উইকেট তুলে নেন।  তাঁর দাপটে প্রথম ইনিংসের শেষে ৪৬ রানের লিড নেয় ভারত।অভিষেকেই নজর কাড়েন হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে নাথান লিয়ন এবং মিচেল স্টার্কের গুরুত্বপূর্ণ উইকেট। স্টার্ক এবং হ্যাজেলউডের মধ্যে পার্টনারশিপ ভাঙেন কেকেআরের পেসার।

এরপরই শুরু হয় যশস্বী-বিরাটদের রানের ইমারত গড়া। ৫৩৩ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। শুরু থেকেই কিন্তু বুমরা-সিরাজরা অন্যরকম কিছু ভেবেছিলেন। রবিবার দিনের শেষে ৩ উইকেট পড়ে যায় অজিদের। সোমবার ভারতের দরকার ছিল ৭ উইকেটের। লাঞ্চের আগেই সেই কাজ করে দিলেন ভারতীয় বোলাররা। ভারতের বিরুদ্ধে লড়লেন কেবল ট্রাভিস হেড (৮৯)। তাঁকে যোগ্য সঙ্গত করেন মিচেল মার্শও (৪৭)। কিন্তু অন্যদিকে নিয়মিত ব্যবধানে আউট হতে থাকেন ব্যাটসম্যানরা।  চা পানের বিরতির সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৮ উইকেটে ২২৭ রান। বাকি দুই উইকেট ফেলা ছিল কেবল সময়ের অপেক্ষা। বিরতির শেষেই দুই উইকেট নিয়ে নেয় তাঁরা। যার ফলে পারথ টেস্ট ভারত জিতে নিল ২৯৫ রানে। ২৩৮ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। বুমরা ও সিরাজ তিনটি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে দু'টি উইকেট। হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নেন।

তিন টেস্টের সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট জোগাড় করার সমীকরণ রীতিমতো কঠিন হয়ে গিয়েছিল ভারতের। সমীকরণ বলছিল পাঁচটি টেস্টের মধ্যে জিততে হবে চারটিতে। আর একটিতে ড্র। প্রথম টেস্টে জয় পেয়ে কিছুটা এগিয়ে রইল ভারত।