Sandeep Dikshit cast his vote (Photo Credit: XX@ians_india)

বুথ খুলতেই ভোট দিলেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। নয়া দিল্লি কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। আপের টিকিটে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। এই আসনে বিজেপি প্রার্থী করেছে দিল্লির আরেক মুখ্যমন্ত্রী সজীব সিং বার্মার ছেলে প্রাক্তন সাংসদ পরবেশ বার্মাকে ৷ সন্দীপ দীক্ষিতের মা শীলা দীক্ষিত ১৫ বছর ধরে নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রটি নিজের দখলে রেখেছিলেন ৷ এক দশক আগে ওই আসনে শিলা দীক্ষিতকে হারিয়েই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।

 

নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত মোট ৭ বার ভোট হয়েছে। প্রথমবার জিতেছিলেন বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ৷ এখন তিনি তৃণমূলের সাংসদ। এছাড়া কংগ্রেস ও আপ এই আসনটি তিন-তিন বার দখলে রাখতে সক্ষম হয়েছিল ৷ শেষবার র কাছে ২১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী সুনীল যাদব ৷ অন্যদিকে, জামানত বাজেয়াপ্ত হয়েছিল কংগ্রেস প্রার্থীর ৷