ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জশপ্রীত বুমরা। চোটের কারণে বুমরা-কে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি। নির্বাচকরা আশা করেছিলেন, চোট সারিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে-তে আমেদাবাদে খেলবেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাতে বুমরাকে দেখে নেওয়া যায়। কিন্তু এখন বুমরার চোটের যা হাল, তাতে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে পুরো সিরিজেই বিশ্রাম দেওয়া হল। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের তিনটি ম্য়াচেও বুমরাকে নিয়ে অনিশ্চয়তা থাকছে। বুমরার পরিবর্তে সিরিজের প্রথম দুটি ওয়ানডে-তে কেকেআর-এর পেসার হর্ষিত রানা-কে স্কোয়াডে রাখা হয়েছিল। বুমরা পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়া হর্ষিতকে শেষ ম্যাচেও দলে রাখা হচ্ছে।
১৪ মাস ওয়ানডে-তে খেলেননি বুমরা
বুমরা শেষবার ওয়ানডে-তে দেশের জার্সিতে খেলেছেন ১৯ নভেম্বর, ২০২৩ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ার ১৪ মাস পরেও ওয়ানডে-তে ফেরা হচ্ছে না ৩১ বছরের আমেদাবাদের তারকা পেসারের।
বরুণকে নেওয়া হল ওয়ানডে দলে
এদিকে, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করা হল কেকেআর-এর তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। দেশের হয়ে ১৮টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেললেও কখনও টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ানডে খেলেননি ৩৩ বছরের লেগ ব্রেক গুগলি স্পেশালস্টি কেকেআরের বোলার।
ভারতীয় দলে স্পিনারের ছড়াছড়ি
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে চমকপ্রদ পারফরম্যান্স করা বরুণকে ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করা হল। ওয়ানডে দলে বরুণের না থাকা নিয়ে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছিলেন। জোস বাটলার বিরুদ্ধে টি-২০ সিরিজে ১৪ উইকেট নেওয়া বরুণ এদিন টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে নাগপুরে এসেছেন। প্রসঙ্গত, আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ৫জন স্পেশালিস্ট স্পিনার রয়েছে- কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।