নয়াদিল্লিঃ আজ ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election 2025)। এদিন নির্ধারিত সময়েই শুরু হল ভোটগ্রহণ। সকাল থেকেই নির্বাচনী উৎসবে সামিল হয়েছে দিল্লিবাসী। বুথে বুথে ধরা পড়ছে সেই ছবি। ৭০ টি আসনে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। প্রায় ১৪ হাজার বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনের জন্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৩০ হাজারেরও বেশি পুলিশ কর্মী । দিল্লি পুলিশকে ২০০ কোম্পানি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় ৯ হাজার হোম গার্ড।
শুরু হল দিল্লির নির্বাচন প্রক্রিয়া
এই বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দিল্লি। একদিকে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস লড়াই প্রথম সারিতে রয়েছে এই তিন দল। আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর দিল্লির মসনদে বসেছেন অতিশি মারলেনা। কিন্তু ইস্তফা দিয়ে আপ নেতা কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফের মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচন আপের জন্য বড় এক চ্যালেঞ্জ। অন্যদিকে দিল্লির কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবির। দিল্লির দিল জিততে একের পর এক মাস্টার স্ট্রোক ব্যবহার করেছে বিজেপি। তার ফল ভোটবাক্সে পড়ে কিনা তাই এখন দেখার।
দিল্লিতে শুরু ভোটগ্রহণ, সকাল থেকেই বুথমুখী ভোটাররা
Voting for #DelhiAssemblyElections begins. Eligible voters in all 70 Assembly constituencies are voting in a single-phase today; 699 candidates are in the fray.
AAP chief Arvind Kejriwal will be contesting against BJP's Parvesh Verma and Congress's Sandeep Dikshit from New Delhi… pic.twitter.com/AmC96UUhTk
— ANI (@ANI) February 5, 2025