নয়াদিল্লিঃ দিল্লি নির্বাচনকে(Delhi Assembly Election 2025:) ঘিরে যখন উত্তাল রাজনীতি তখন আম আদমি পার্টির(Aam Admi Party) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল পদ্ম শিবির। ভোটের ঠিক আগের রাতে ৫ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার(Delhi CM Atishi Marlena) সহকারী, এমনটাই অভিযোগ আনল বিজেপি। ওই টাকা ভোটারদের বিলানর পরিকল্পনা ছিল বলে আরও দাবি বিরোধী শিবিরের। দিল্লির গিরিখাদ নগর থেকে ধরা পড়েছেন তিনি এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। যদিও এই ব্যাপারে আপ শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপ শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, "মূলত কালকাজির ভোটারদের অনুপ্রেরিত করার জন্য ওই টাকা ব্যবহার করার পরিকল্পনা ছিল। " প্রসঙ্গত, অন্যদিকে ভোটের ঠিক আগের দিন জোড়া মামলায় নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার। উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। ভোটের ঠিক আগে গোবিন্দপুরী থানায় আতিশীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
নির্বাচনের আগের রাতেই কাঠগড়ায় আপ শিবির, মুখ্যমন্ত্রীর সহকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Delhi CM Atishi’s PA Caught With INR 5 Lakh in Girikhand Nagar, Claims BJP (Watch Video)https://t.co/iGqix39W9J#DelhiCM #Atishi #BJP #AtishiPA@amitmalviya
— LatestLY (@latestly) February 4, 2025